Logo
Logo
×

সারাদেশ

বাঞ্ছারামপুরে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম

বাঞ্ছারামপুরে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর আওতায় জেলা তথ্য অফিস এক নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস এর সভাপতিত্বে নারী সমাবেশ ও মতবিনিময় সভা প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবদুল আজিজ, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আমিনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো এনামুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম রেজা প্রমুখ।

বক্তারা বাল্যবিবাহসহ নানান বিষয়ে মায়েদেরকে উপদেশ প্রদান করেন। পাশাপাশি সন্তানদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানো ও বন্ধু সুলভ আচরণ করার উপর গুরুত্ব আরোপ করেন।

আরও উপস্থিত ছিলেন হাজী আবদূল লতিফ মেম্বার, মো. ফজলুল হক বুলু, শেখ সাদী সরকার, আবদুল বাতেন মেম্বার, মো. বেদন মিয়া মেম্বার, ডা. আবু কালাম আজাদ, হাজী তারা মিয়া সরকার, ইদ্রিস মিয়া, মো. জাকির হোসেন, আবদুল কাদির জিলানী, মাওলানা সফিকুল ইসলাম,  ইমান আলী মেম্বার, মিস্টার জিন্নাহ, আবু রাসেল (কালাই চান), মো. ফুল মিয়া, মো. ফিরোজ মিয়া, মো. শহিদ ময়া, আবু হানিফ, মো. এরশাদ মিয়া, কাজী হান্নান মিয়া প্রমুখ। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন