Logo
Logo
×

সারাদেশ

পাইকগাছায় পলিথিন দূষণ রোধ ও সুন্দরবন সুরক্ষায় শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

পাইকগাছায় পলিথিন দূষণ রোধ ও সুন্দরবন সুরক্ষায় শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা

খুলনার পাইকগাছায় পলিথিন সহ বর্জ্য দূষণ হ্রাস এবং সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে অফিসার্স ক্লাবে রুপান্তরের আয়োজনে ও সুন্দরবন যুব ফোরামের সহযোগিতায় সুন্দরবন যুব ফোরামের সভাপতি মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সপেক্টর ঈমান উদ্দিন,ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, সাংবাদিক মোঃ মুস্তাফিজুর রহমান পারভেজ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুর রহমান।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ানা।

সুন্দরবন সুরক্ষা ও পলিথিন দূষণ প্রতিরোধে যুব ফোরামের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম বলেন সুন্দরবন আমাদের মায়ের মতো সুন্দরবন সুরক্ষায় সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে,ও নিজে সচেতন হতে হবে পরিবারের সদস্যদের সচেতন করতে হবে।

এ সময় আরোও উপস্থিত ছিলেন সুন্দরবন যুব ফোরামের ছন্দা সুলতানা, আঃ সামাদ,রবিউল খাঁন, তানজিলা আক্তার,কৃষ্ণা চক্রবর্তী,নাজমুন নাহার, তানিয়া রহমান,সুইটি হাসনাত,আলিফা আক্তার, ফয়সাল আহমেদ,মনিরুল ইসলামসহ সুন্দরবন যুব ফোরামের সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন