বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে ‘নো প্রোমোশন নো ওয়ার্ক’ কর্মসূচি
বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
ছবি : সংগৃহীত
পদোন্নতি সংক্রান্ত সরকারি আদেশ (জিও) দ্রুত প্রকাশের দাবিতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ও সরকারি শাহ্ সুলতান কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদের শিক্ষকরা ‘নো প্রোমোশন নো ওয়ার্ক’ কর্মসূচি শুরু করেছেন।
রবিবার (১৬ নভেম্বর) সকাল থেকে শিক্ষকরা কর্মসূচিতে অংশ নেন।
দীর্ঘদিন ধরে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ঝুলে থাকায় শিক্ষকরা এ কর্মসূচিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। তাঁদের দাবি- পদোন্নতির কাঙ্ক্ষিত আদেশ প্রকাশ হলে পেশাগত দায়িত্ব আরও সুষ্ঠুভাবে পালন করা সম্ভব হবে।
কলেজ সূত্র জানায়, শাহ্ সুলতান কলেজে পদোন্নতির জন্য যোগ্য শিক্ষক ২৫ জন, আর আজিজুল হক কলেজে যোগ্যতার তালিকায় রয়েছেন ৪৮ জন।
গত ১২ নভেম্বর প্রভাষক পরিষদ এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৩ নভেম্বরের মধ্যে পদোন্নতির সরকারি আদেশ প্রকাশ না হলে আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা। ঘোষণার ধারাবাহিকতায় দুই কলেজেই কর্মসূচি পালন হচ্ছে।
শিক্ষকরা বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে বারবার যোগাযোগ করার পরও পদোন্নতি-সংক্রান্ত কার্যক্রমে অগ্রগতি না থাকায় তাঁরা এই কর্মসূচি গ্রহণ করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তাঁরা।
আজিজুল হক কলেজ ও শাহ্ সুলতান কলেজ- উভয় ক্যাম্পাসেই শিক্ষক নেতারা দ্রুত পদোন্নতির জিও প্রকাশের দাবি জানিয়েছেন এবং প্রয়োজন হলে আন্দোলন আরও জোরালো করার কথা বলেছেন।



