Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম

বগুড়ায় নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

ছবি : সংগৃহীত

বগুড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার দুপুর ১২টার দিকে শাজাহানপুরের আড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ 

গ্রেপ্তার আসামির নাম আহসান হাবীব(৩০)। তিনি টেকুরগাড়ী গ্রামের মো. ইসরাফিল হোসেনের ছেলে এবং শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।  এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক। 

পুলিশের এই কর্মকর্তা জানান,  শাজাহানপুর থানায় মামলা নং ৩০ (তারিখ: ২৮/০৯/২০২৫), জিআর নং ৩৫৮, ধারা ৯(৩)/১০/১১/১৩, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯–এর অধীনে তদন্ত চলছিল। তদন্তে আহসান হাবীবের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন