Logo
Logo
×

সারাদেশ

জুলাই সনদ নিয়ে জটিলতা সৃষ্টি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : আবু হানিফ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২১ পিএম

জুলাই সনদ নিয়ে জটিলতা সৃষ্টি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : আবু হানিফ

রাজনৈতিক দলের প্রতি আহবান জুলাই সনদ নিয়ে কোন জটিলতা সৃষ্টি করবেন না। জুলাই সনদ নিয়ে জটিলতা সৃষ্টি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার সরকার ভারতে বসে নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ মনোনীত কিশোরগঞ্জ-১ (সদর- হোসেনপুর) আসনের প্রার্থী দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় হোসেনপুর বাজারে দলের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

এসময় আবু হানিফ বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আগামী তে যোগ্য সৎ এবং মেধাবীদের সংসদে পাঠালে ভবিষ্যতে আর কোন ফ্যাসিবাদের জন্ম হবে না। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়ন করতে হলে আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আসন্ন গণভোটে " হ্যা" এর পক্ষে রায় দিন। এর মাধ্যমে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ হবে এবং রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার হবে। গণভোটে জুলাই সনদের পক্ষে ভোট দানের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে। 

শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান বলেন," জুলাই গণঅভ্যুত্থানে হাসিনার পতন হয়েছে। আওয়ামিলীগ সারাদেশে যে চাঁদাবাজি,দখলদারি, মাদক ব্যবসা করতো তার কোনটাই বন্ধ হয়নি। আগে আওয়ামী লীগ করতো এখন অন্য দল গুলো করে। এইসব চাঁদাবাজ,দখলদার,মাদক কারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে আগামীতে ভালো মানুষ কে আপনারা ভোট দিন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন