গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
কিশোরগঞ্জে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং তার ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। পুরো সময় জুড়ে দলের নেতাকর্মীরা সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে স্লোগান দেন। সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক এবং জেলা সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম।
সমাবেশে নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক বলেন, জুলাই সনদে প্রজ্ঞাপন জারির ঘটনায় ড. ইউনুসকে ধন্যবাদ জানাই। তবে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় ষড়যন্ত্রের গন্ধ রয়েছে বলে মন্তব্য করেন। তাঁর মতে, পূর্ব অভিজ্ঞতার আলোকে কিছু অসঙ্গতি সামনে এসেছে, যা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসনে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এই শাসনের বিচার দাবি করেন। পাশাপাশি বিচার ও সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠনে সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, আগামী দিনে পিআর পদ্ধতির গণভোটের মাধ্যমে একটি আদর্শ সরকার প্রতিষ্ঠা করতে চান, যা দেশের ২০ কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখবে।
কর্মসূচিতে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক নায়েবে আমির ও কিশোরগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী মোসাদ্দেক ভূইয়া, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফাইজুল হক উজ্জ্বল, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফকির মাহবুবুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



