আম্বইল বেলতলাতে মোটরসাইকেল–ট্রাক সংঘর্ষে যুবক আহত
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার শেরপুর উপজেলার তিরাইল গ্রামের মৃত হরিপদ সরকারের ছোট ছেলে শ্রী স্বপন চন্দ্র সরকার আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে আম্বইল বেলতলা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানান, দুপুরের দিকে তিনি ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে আম্বইল বেলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের তীব্র সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার জন্য নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর এলাকায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, সড়কটিতে দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এদিকে পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।



