Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে লকডাউন কর্মসূচিতে মাঠে নামেনি নিষিদ্ধ আওয়ামী লীগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০১:১৪ পিএম

চট্টগ্রামে লকডাউন কর্মসূচিতে মাঠে নামেনি নিষিদ্ধ আওয়ামী লীগ

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি চট্টগ্রামে তেমন কোনো প্রভাব ফেলেনি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগর ও বিভিন্ন উপজেলায় জনজীবন স্বাভাবিক ছিল। সড়কে যান চলাচল কিছুটা কম থাকলেও অফিস-আদালত খোলা ছিল, তবে সেবাপ্রার্থীর উপস্থিতি কিছুটা কম দেখা গেছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম মহানগর কিংবা উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নগরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং সেনাবাহিনীর কর্মকর্তারাও টহল কার্যক্রম পরিচালনা করেছেন। এছাড়া বুধবার রাত থেকে শহরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এদিকে, নাশকতা ঠেকাতে বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলো বুধবার রাত থেকেই সক্রিয় রয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে তাদের মিছিল, অবস্থান কর্মসূচি ও বাইক শোভাযাত্রা দেখা গেছে। ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা নগরের বিভিন্ন এলাকায় বাইক শোডাউন করেছে। জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা চান্দগাঁও, বহদ্দারহাট, মুরাদপুর ও অক্সিজেন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে।

ছাত্রশিবিরের মহানগর উত্তর শাখার প্রচার সম্পাদক সিরাজী মানিক জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে শহরজুড়ে বাইক শোডাউন চলছে এবং এটি দিনব্যাপী অব্যাহত থাকবে।

তবে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা জানিয়েছেন, তাদের কোনো পাল্টা কর্মসূচি নেই। ছাত্রদলের কিছু কার্যক্রম থাকলেও তা দলীয়ভাবে নয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করেছে। আগামী ১৭ নভেম্বর এ মামলার রায় প্রকাশ হবে। মামলায় আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এটি জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় প্রথম মামলা, যার রায় ঘোষণার তারিখ প্রকাশ হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন