ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অবরোধ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে ফরিদপুরে মহাসড়কের অন্তত পাঁচটি স্থানে অবরোধ সৃষ্টি করেছে দলটির নেতা-কর্মীরা। গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন জ্বেলে ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন তারা। এ সময় শিশুদের হাতেও রামদা ও লাঠিসোঁটা দেখা গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টা থেকে ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি বাসস্ট্যান্ড, মুনসুরাবাদ, পুখুরিয়া, মাধবপুর এবং ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় অবরোধ শুরু হয়। সকাল ১০টা পর্যন্ত সোয়াদি এলাকায় কর্মসূচি চলছিল। সেখানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, অনলাইনে কর্মসূচি ঘোষণার পর থেকেই আওয়ামী লীগপন্থী নেতা-কর্মীরা ভোরে মহাসড়কে জড়ো হন। পরে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে ঢাকা-গামী যানবাহন চলাচল বন্ধ করে দেন। একাধিক নারী ও শিশুদেরও এই অবরোধে অংশ নিতে দেখা যায়।
ফেসবুক লাইভে অবরোধের চিত্র প্রচার করতে দেখা গেছে জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়নকে। তিনি ও যুবলীগের আরও কয়েকজন নেতা আসিবুর রহমান ফারহান ও কাউসার আকন্দসহ মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থনে মাঠে ছিলেন। স্লোগান উঠেছিল আমরা সবাই নিক্সন সেনা, ডাক দিয়েছেন নিক্সন ভাই, ঘরে থাকার সময় নাই।
পুলিশ জানায়, বেশ কয়েকটি এলাকায় অবরোধ তুলে নেওয়া হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, মাধবপুরে কেউ অবরোধ করতে পারেনি, পুলিয়া এলাকায় অবরোধ এক ঘণ্টার মধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে নিরাপত্তা পরিস্থিতির কারণে ফরিদপুরে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। গোল্ডেন লাইন বাস কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পরিস্থিতি বুঝে বিকেলে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাস মালিক গ্রুপের নেতা কামরুজ্জামান সিদ্দিকী বলেন, যাত্রী না থাকলে খালি বাস চালানো সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস আবার চলবে।



