Logo
Logo
×

সারাদেশ

এলজিইডির নতুন প্রধান প্রকৌশলীকে বৃহত্তর নোয়াখালী সমিতির শুভেচ্ছা

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

এলজিইডির নতুন প্রধান প্রকৌশলীকে বৃহত্তর নোয়াখালী সমিতির শুভেচ্ছা

ছবি : যুগেরচিন্তা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে সম্প্রতি পদোন্নতি পেয়ে প্রধান প্রকৌশলী হয়েছেন জাবেদ করিম।

নোয়াখালীর এই কৃতি সন্তানকে বুধবার (১২ নভেম্বর) বৃহত্তর নোয়াখালী সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন জনাব এস এ এম ফজলুল কবীর - ভাইস প্রেসিডেন্ট, জনাব মো. মনোয়ার হোসেন - ভাইস প্রেসিডেন্ট, জনাব মো. মিজানুর রহমান - সেক্রেটারী জেনারেল, ও মাহাবুবুর রহমান - ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২০তম প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাবেদ করিম। সম্প্রতি তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা।

এলজিইডি সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব পেয়ে তিনি সংস্থার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতি আরও ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এলজিইডি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ দেশের সবচেয়ে বড় প্রকল্প বাস্তবায়নকারী সরকারি সংস্থা হিসেবে এলজিইডির সামনে বর্তমানে টেকসই উন্নয়ন, গুণগত মান রক্ষা ও জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণের বড় চ্যালেঞ্জ রয়েছে। জাবেদ করিমের নেতৃত্বে সংস্থাটি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষ ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন