গাজীপুরে রাতভর দুর্বৃত্তদের তাণ্ডব: সড়কের পাশে তিন বাসে অগ্নিসংযোগ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম
গাজীপুর সিটি করপোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা এবং শ্রীপুরে পৃথক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে ও বুধবার (১২ নভেম্বর) ভোরে পরপর এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাসন থানার ভোগড়া বাইপাসের পেয়ারা বাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পার্ক করে রাখা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা প্রথমে পুলিশকে জানাই। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস একসঙ্গে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দেওয়ার সময় বাসে কেউ ছিল না। ধারণা করা হচ্ছে, রাতে বাসটি সড়কের পাশে পার্ক করে রাখা হয়েছিল।
অন্যদিকে একই রাতে কাশিমপুর থানাধীন কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে দুর্বৃত্তরা আগুন দেয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় বাসের বেশ কিছু সিট পুড়ে যায়।
এ ছাড়া শ্রীপুর উপজেলার বেরাইদের চালা এলাকায় ভোর ৪টা ৫০ মিনিটে আরেকটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানিয়েছে, কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে।



