Logo
Logo
×

সারাদেশ

এনসিপির আনন্দ মিছিল ও আ'লীগের নাশকতা বিরোধী প্রতিবাদ সভা

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

এনসিপির আনন্দ মিছিল ও আ'লীগের নাশকতা বিরোধী প্রতিবাদ সভা

ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন কর্তৃক শাপলা কলি প্রতীক বরাদ্দ ও নব ঘোষিত কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কুড়িগ্রাম জেলা শাখা। সেই সাথে আগামী ১৩ নভেম্বর আওয়ামী ফ্যাসিবাদ ঘোষিত লগডাউন ও এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের বিরুদ্ধে তীব্র শ্লোগানে শহর প্রকম্পিত করেছেন এনসিপি নেতা-কর্মীরা। শ্লোগ্নানে-শ্লোগানে তারা বলেন, "আমার সোনার বাংলায় আওয়ামীলীগের ঠাঁই নাই, লগডাউনের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন, ফ্যাসিবাদের আস্তানা, এই বাংলায় হবেনা।'

এনসিপি প্রতীক নিয়ে শ্লোগান তুলে নেতা-কর্মীরা বলেন, "সবার মুখে একই বুলি, জিতবে এবার শাপলা কলি, গ্রাম, শহর, অলিগলি সবার মার্কা শাপলা কলি।"

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪ টায় কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জুলাই চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন এনসিপির জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু ও জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসান।

এসময় বক্তরা বলেন, আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদের ঠাঁই হবেনা, লকডাউন, শাটডাউন এসবের নামে কোন নাশকতা সৃষ্টি করলে জনগণ তার উচিৎ জবাব দিতে তৈরী রয়েছে। তাই শান্তিপ্রিয় কুড়িগ্রামে কেউ কোন বৈরী পরিবেশ সৃষ্টি করলে ফলাফল ভালো হবেনা।

তারা আরো বলেন কুড়িগ্রাম-২ আসনসহ সারা দেশে শাপলা কলি মার্কার গণজোয়ার উঠেছে। ইনশাআল্লাহ, আগামীতে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। আমাদের আওয়াজ ক্ষুধা, দারিদ্র্য আর বৈষম্যের বিরুদ্ধে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা শাখার যুগ্ন আহ্বায় আসাদুজ্জামান সরকার, তাজুল ইসলাম, রাজু আহমেদ, হাফিজুর রহমান খান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, যুগ্ম সদস্য সচিব শাহজাহান আলী সুমন, নাসিরা খন্দকার নিসা, যুব শক্তির জেলা আহ্বায়ক এম রশীদ আলী, ছাত্র শক্তির সদস্য সচিব সাদিকুর রহমানসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নপৌর ওয়ার্ডের প্রায়হাজার নেতাকর্মী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন