ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন, ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম
ময়মনসিংহে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে ময়মনসিংহ–নেত্রকোনা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে গেলে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে ট্রেন থেকে ঘন ধোঁয়া উঠতে থাকায় যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত নামেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, খবর পেয়ে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



