গোসাইবাড়ী অটোচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:২৩ এএম
বগুড়ার শেরপুর উপজেলার গোসাইবাড়ী কলোনীর অটোচালক আবু বক্কর হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে মানিকগঞ্জের শিবালয় থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মনির হোসেন (৩৬)। তিনি শেরপুর উপজেলার হাপুনিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত মাসে গোসাইবাড়ী কলোনী এলাকার অটোচালক আবু বক্করকে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার একাধিক আসামি ইতোমধ্যে গ্রেফতার হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



