Logo
Logo
×

সারাদেশ

রাবিতে আরইউসিসি ৯ম জব ফেয়ার শুরু ১৯ নভেম্বর

Icon

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম

রাবিতে আরইউসিসি ৯ম জব ফেয়ার শুরু ১৯ নভেম্বর

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ম আরইউসিসি জব ফেয়ার ২০২৫। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই আয়োজনটি। সোমবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেম সিরাজী একাডেমিক ভবনের সিসিডিসি গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরইউসিসি- এর সভাপতি প্রান্ত বড়ুয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রান্ত বড়ুয়া বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই চাকরির সুযোগ তৈরির ধারাবাহিকতা বজায় রেখে আমরা আয়োজন করতে যাচ্ছি ৯ম আরইউসিসি জব ফেয়ার ২০২৫। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার কাউন্সিলিং ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) সংযুক্তে এবং রাকসুর সার্বিক সহযোগিতায় এই জব ফেয়ার অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এবারের জব ফেয়ারে অংশ নিচ্ছে বিকাশ, আপন গ্রুপ, আনোয়ার গ্রুপ, প্রাইম ব্যংক, প্রান আর এফ এল, ইস্পাহানি লিমিটেড, ব্র্যাক, আড়ং, ম্যারিকো বাংলাদেশসহ দেশের বিভিন্ন কর্পোরেট, বহুজাতিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্টার্টআপ কোম্পানিসমূহ। জব ফেয়ার শিক্ষার্থীদের জন্য একটি বাস্তবমুখী প্ল্যাটফর্ম। এখানে তারা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের এইচআর ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে, সিভি জমা দিতে ও ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা নিতে পারবেন এবং অনেকে অন-স্পট ভাইভায়ও অংশ নিতে পারবেন।

আরইউসিসি সভাপতি আরও বলেন, অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এটি বাস্তব জব মার্কেট, রিক্রুটমেন্ট প্রক্রিয়া এবং প্রয়োজনীয় দক্ষতার চাহিদা বোঝার সবচেয়ে কার্যকর সুযোগগুলোর একটি। জব ফেয়ারকে উপলক্ষ করে এবারে আমরা আয়োজন করেছি দুইটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেশন। যেখানে কোম্পানির উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ বর্তমান জব মার্কেট এবং চাকরির পূর্নাঙ্গ প্রস্তুতি নিয়ে আলোচনা করবেনএছাড়াও থাকছে- সিভি সাবমিশন বুথ, সিডি রিভিউ, স্কিল মূল্যায়ন, ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপফুলটাইম চাকরির সুযোগ

গত বছরের অষ্টম আরইউসিসি জব ফেয়ারের বিষয়ে তিনি বলেন, গতবছর আমাদের ৮ম জব ফেয়ার শিক্ষার্থীদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিলপ্রায় অর্ধশতাধিকের বেশি প্রতিষ্ঠান অংশ নিয়ে দুই দিনে ৩০০০ টির বেশি সিভি সংগ্রহ করে এবং বেশ কিছু শিক্ষার্থী অন-স্পট ভাইভাতে চাকরি সুযোগ পেয়েছিল। শুধু মাল্টিন্যাশনাল কোম্পানি সমূহ নয় এছাড়াও যারা বিসিএস বা পড়াশুনার জন্য দেশের বাহিরে যেতে আগ্রহী তাদের জন্যও রয়েছে সুবর্ণ সুযোগ।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আরইউসিসি'র উপদেষ্টা সযোগী অধ্যাপক ড. জহুরুল আনিস, সিসিডিসি পরিচালক অধ্যাপক ড. নুরুল মোমেন, আইকিউএসি'র সহযোগী পরিচালক অধ্যাপক ড. মনিমুল হক, রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা এবং আরইউসিসি'র সাধারণ সম্পাদক তানজিলা আক্তার

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আরইউসিসি যুগ্ন-সম্পাদক জসিম উদ্দিন-সহ আরইউসিসির দায়িত্বশীলবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন