কার্তিকের বিদায়ে পঞ্চগড়ে শীতের আগমন, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:০২ এএম
ছবি : সংগৃহীত
হেমন্তের শেষ প্রান্তে এসে শীতের আমেজ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। হিমালয়ের পাদদেশে অবস্থিত তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণাগার।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে রেকর্ড করা হয় এই তাপমাত্রা। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন রোববার (৯ নভেম্বর) একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি।
ভোরের শিশিরে ভেজা ঘাস, কুয়াশায় ঢাকা প্রকৃতি আর হিমেল বাতাসে শীতের আবহ তৈরি হয়েছে। দিনভর রোদের উষ্ণতা থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা অনুভূত হচ্ছে। ফলে স্থানীয়রা লেপ-কম্বল, সোয়েটার, চাদর ব্যবহার শুরু করেছেন।
স্থানীয়দের ভাষ্য, ভোরে ঘুম থেকে উঠলেই ঠান্ডা অনুভব হয়, বোঝা যায় শীত এসে গেছে। শীতের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে হাটবাজারে শীতবস্ত্রের কেনাবেচা শুরু হয়েছে। কম্বল, লেপ, জ্যাকেটের চাহিদা বেড়েছে গ্রামীণ বাজারে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, অঞ্চলটি দেশের শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৯ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।



