বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মীর স্নিগ্ধ
বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
ছবি : যুগেরচিন্তা
বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে— বলে মন্তব্য করেছেন শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধ।
রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মীর স্নিগ্ধ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। জুলাই যোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশ পেয়েছি—এই দেশকে রক্ষা করতে তরুণদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে হবে।”
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া যেমন নিজের সন্তানের লাশের পাশে কেঁদেছেন, তেমনি আমার মা-ও মীর মুগ্ধের লাশ নিয়ে কেঁদেছেন। তবুও সরকার আমাদের ভাইয়ের লাশ দাফন করতেও বাধা দিয়েছিল। আমি আমার ভাইকে নিজ হাতে দাফন করেছি। কিন্তু তারেক রহমান তাঁর ভাইয়ের লাশও দেখতে পারেননি।”
মীর স্নিগ্ধ আরও বলেন, “তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে, যাতে একটি সুন্দর, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে ওঠে।”
সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও এমপি প্রার্থী মীর শাহে আলম।
সমাবেশের আগে মীর স্নিগ্ধ বগুড়ার মহাস্থানগড় এলাকায় হযরত শাহ সুলতান বলখী (রহ.)–এর মাজার জিয়ারত করেন এবং প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করেন।



