Logo
Logo
×

সারাদেশ

৩২-৩৭তম ব্যাচের সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতির দাবিতে মানববন্ধন

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০২:০০ পিএম

৩২-৩৭তম ব্যাচের সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতির দাবিতে মানববন্ধন

ছবি : সংগৃহীত

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগ্যতা সম্পন্ন হওয়ার পরেও ১ যুগ ধরে পদোন্নতি বঞ্চিত নরসিংদী জেলার ৩টি সরকারি কলেজের প্রভাষকরা পদোন্নতির দাবিতে মানববন্ধন করছে।

রবিবার (৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে নরসিংদী সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে অর্ধশত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা অংশ নেন। মানববন্ধন শেষে দুপুরে এক সংবাদ সম্মেলনে , ১২ নভেম্বরের মধ্যে দাবী মানা না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ৫ বছরের পদোন্নতি ১২ বছরেও সম্ভব হয়নি। নরসিংদী সরকারি কলেজ, সরকারি শহীদ আসাদ কলেজ এবং সরকারি মহিলা কলেজ এই ৩ প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত বিসিএস ক্যাডার কর্মকর্তাসহ সারাদেশের হাজারো কর্মকর্তা বৈষম্যের শিকার। চাকুরি জীবনের বয়স ৫ বছর পূর্ন হলে প্রভাষক পদ থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির যোগ্য বলে বিবেচিত হয়। অন্যান্য ক্যাডারগুলোতে ৩২ থেকে ৩৭ তম ব্যাচের ক্যডাররা আরও ৫ বছর আগে পদোন্নতি পেলেও সাধারণ শিক্ষা ক্যাডাররা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হতে পারেনি ১ যুগেও। যার ফলে, বেতন বৈষম্যসহ নানা বৈষম্যের শিকার সরকারের প্রথম শ্রেণির এই কর্মকর্তারা। সকলেরই দাবি, যোগ্যদের যোগ্য অবস্থান নিশ্চিত করার। মানববন্ধন শেষে দুপুরে কলেজ কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে শিক্ষকরা। আগামী ১২ নভেম্বরের মধ্যে সমস্যার সমাধান না হলে ১৬ নভেম্বর থেকে কর্মবিরতিসহ কঠিন কর্মসূচীর হুশিয়ারি দেন তারা।

সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রুম্মান মাহমুদ হাসান বক্তব্যে বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ছাড়া একই ব্যাচের অন্যান্য ক্যাডারের যে সকল কর্মকর্তা বা আমাদের ব্যাচমেট রয়েছেন তাদের সকলেরই প্রমোশন হয়েছে আরো কয়েক বছর আগেই। যোগ্যতা অর্জন করার পরেও আমাদের হয়নি এটি আমাদের দুর্ভাগ্য এবং অনিয়মের ফল। আমরা আমাদের প্রাপ্য পদোন্নতি বুঝে পেতে চাই।

গণিত বিভাগের প্রভাষক মো.আতিকুর রহমান বলেন, নতুন প্রজন্মকে গড়ে তুলি আমরা। সেই আমরাই আজ অবহেলিত, এই অবহেলার দ্রুত অবসান চাই।

ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মনিরুজ্জামান বলেন, আমরা যারা পদোন্নতি পাইনি আমাদের বেতন কাঠামোর সমস্যা রয়েছে। শিক্ষা ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের আমাদের জুনিয়র ব্যাচমেট সকলেই পদোন্নতি পাচ্ছে। এই অবস্থায়, সামাজিকভাবেও আমরা হেয় হচ্ছি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক নুসরাত জাহান সনি বলেন, অনতিবিলম্বে পদোন্নতির ডিপিসি সভা সম্পন্ন করতে হবে, ১২ নভেম্বর এর মধ্যে ৩৭ তম ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতি বঞ্চিত প্রভাষকের ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি করতে হবে এবং পদ সৃজন করতে হবে, পদোন্নতি সমস্যা স্থায়ী সমাধানের জন্য দ্রুততম সময়ের মধ্যে পদ আপগ্রেডেশন করতে হবে। এই দাবিগুলো আগামী ১২ নভেম্বরের মধ্যে বাস্তবায়িত না হলে ১৬ নভেম্বর থেকে যোগ্য সকল প্রভাষকদের ভূতাপেক্ষ পদোন্নতির জিও না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষণা দেন পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন