Logo
Logo
×

সারাদেশ

নির্বাচন বিলম্বের কোনো ইস্যু নেই, ফেব্রুয়ারিতেই ভোট: আসিফ নজরুল

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১১:২৫ এএম

নির্বাচন বিলম্বের কোনো ইস্যু নেই, ফেব্রুয়ারিতেই ভোট: আসিফ নজরুল

জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রবিবার (৯ নভেম্বর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর ও আমাদের (উপদেষ্টাদের) ওপর চাপ সৃষ্টি করতে নানা বক্তব্য দেয়। তাদের কথার কিছুটা সত্য হলেও এতে জনমনে অযথা শঙ্কা তৈরি হয়।

তিনি আরও বলেন, ১৬-১৭ বছর ধরে সুষ্ঠু নির্বাচন হয়নি, তাই কিছুটা শঙ্কা মানুষের মধ্যে আছে। প্রায় ৫ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায় আছে, তাদের মধ্যে এখন উৎসাহ সৃষ্টি হয়েছে।

জামিন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, জামিন দেওয়া শুধু বিচারকের ওপর নির্ভর করে না, পুলিশের প্রতিবেদনের ওপরও অনেক কিছু নির্ভর করে। যদি ভিডিও ফুটেজে দেখা যায় বা কণ্ঠ শনাক্ত হয়, তাহলে তা ব্যতিক্রম হিসেবে গণ্য হয়। যেখানে কেউ জামিন পাওয়ার যোগ্য, সেখানে সে জামিন পেতেই পারে। তবে যাদের জামিন পেয়ে একই ধরনের অপরাধ করার সম্ভাবনা আছে, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে পারে বা নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে সক্রিয়, তাদের অতিরিক্ত জামিন পেলে আমরা উদ্বিগ্ন হবো।

তিনি আরও জানান, আদালতের মামলার চাপ কমাতে একজন বিচারকের স্থলে তিনজন বিচারক নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আদালত সংস্কারে আমরা নানা উদ্যোগ নিচ্ছি, এর সুফল জনগণ অবশ্যই পাবে, যোগ করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন