Logo
Logo
×

সারাদেশ

চকরিয়ায় ডাকাতদলের চার সদস্য গ্রেফতার

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম

চকরিয়ায় ডাকাতদলের চার সদস্য গ্রেফতার

ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় দুইটি মাইক্রোবাস সহ আন্তঃজেলা ডাকাতদলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে চকরিয়া পৌরসভাস্থ সাব-রেজিস্ট্রেট কার্যালয়ের পিছন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার।

গ্রেফতারকৃতরা হল- চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চৌঁয়ারফাঁড়ি এলাকার মৃত কালু মিয়ার ছেলে মো. সেলিম (৩৫) ও কোরালখালী এলাকার নুরুল আমিন ওরফে নুরুর ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে শাহীন ওরফে সাজ্জাদ (২১), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া এলাকার মৃত আলী আহম্মদের ছেলে নাছির উদ্দিন (৪৫) এবং পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকার আকতার আহম্মদের ছেলে তৌহিদুল ইসলাম (২৪)।

তৌহিদুল আনোয়ার বলেন, শুক্রবার মধ্যরাতে চকরিয়া পৌরসভার সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত অপরাধ সংঘটনের উদ্দ্যেশে মাইক্রোবাস সহ অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি সেখানে অভিযান চালায়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬/৭ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

তৌহিদুল জানান, গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তারা কক্সবাজার সহ বিভিন্ন জেলায় ডাকাতি সংঘটনের সাথে জড়িত। ডাকাতি ও অস্ত্রসহ নানা অপরাধে জড়িত অভিযোগে তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতাকৃতরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন