Logo
Logo
×

সারাদেশ

নির্বাচন নিয়ে কথা বলতে রাজশাহী আসিনি : আসিফ নজরুল

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

নির্বাচন নিয়ে কথা বলতে রাজশাহী আসিনি : আসিফ নজরুল

রাজশাহীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নে কোনো কথা বলেননি আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (৮ নভেম্বর) সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় গণমাধ্যমকর্মীরা জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে প্রশ্ন করলে আসিফ নজরুল বলেন, নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।

তবে পরে তিনি টিটিসি কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে শতাধিক টিটিসি রয়েছে। দেশের ও বিদেশের শ্রমবাজারে দক্ষ কর্মী তৈরিতে এসব কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজশাহীর মেয়েদের টিটিসি বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে তিনি টিটিসির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় রাজশাহী জেলা প্রশাসকসহ প্রশিক্ষণ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন