শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শেরপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৫টায় শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী ও বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।
তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত করা হয়েছিল। তাই ৭ নভেম্বর আমাদের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।”
গোলাম মো. সিরাজ আরও বলেন, “আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি আমি শেরপুরবাসীর জন্য তিনটি বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চাই।”
তিনি তার পরিকল্পনা তুলে ধরে বলেন—
১নং শেরপুরের উপর দিয়ে গ্যাস লাইন গিয়েছে, কিন্তু এখানকার মানুষ এখনো গ্যাস সংযোগ পায়নি। ক্ষমতায় গেলে শেরপুরবাসীর ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া হবে এবং রোডস এন্ড হাইওয়ের পাশে শিল্প কারখানা স্থাপন করে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
২নং শেরপুর শহরের যানজট নিরসনে রোডস এন্ড হাইওয়ের উপর দিয়ে একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে।
৩️নং শেরপুরকে মাদকমুক্ত ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
বক্তৃতা শেষে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ধুনট মোড় ইউ-টার্ন হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাতে ধানের শীষের প্রতীকসহ ব্যানার-ফেস্টুন নিয়ে শ্লোগান দিতে দিতে শেরপুর শহর প্রদক্ষিণ করেন।



