Logo
Logo
×

সারাদেশ

পঞ্চগড়ে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের আগমনী আমেজ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

পঞ্চগড়ে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের আগমনী আমেজ

উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে হিমেল হাওয়া, আর সকাল থেকেই চারদিক ঢেকে আছে ঘন কুয়াশায়। ঘন কুয়াশার কারণে সড়কপথে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে হচ্ছে, ফলে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রায় এসেছে মন্থরতা।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে একই তাপমাত্রা রেকর্ড করা হয়—১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, যার ফলে ঠান্ডা আরও বেশি অনুভূত হচ্ছে বলে জানান আবহাওয়াবিদরা।

সকালে জেলা শহর, খেতখামার ও নদীর তীরজুড়ে কুয়াশা এতটাই ঘন ছিল যে ২০ থেকে ৩০ মিটার দূরত্বের বেশি কিছুই দেখা যাচ্ছিল না। কুয়াশা ও ঠান্ডার কারণে বাজারে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। অনেকে চাদর, জ্যাকেট বা উলের শাল জড়িয়ে বাইরে বের হয়েছেন।

এমন শীতল আবহে পঞ্চগড়ে বাড়ছে পর্যটকের আগমন। কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন এখানে।

টাঙ্গাইল থেকে আসা পর্যটক ইমরান বলেন, পঞ্চগড়ে ঢোকার পর থেকেই ঠান্ডা আর কুয়াশার পরশ পাচ্ছি। কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি, এই শীত যেন বাড়তি উপহার।

রংপুর থেকে আগত শিমু আক্তার বলেন, শুনেছিলাম এখানকার শীত অন্যরকম—এখন এসে সত্যিই তা অনুভব করছি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস নামতে শুরু করায় তাপমাত্রা কমছে। সকাল ৬টা ও ৯টার তাপমাত্রা একই থাকলেও ধীরে ধীরে তা আরও নামবে এবং শীতের তীব্রতা বাড়বে বলেও জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন