রূপগঞ্জে মাদকসহ শীর্ষ মাদক কারবারি মোরশেদ গ্রেফতার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তালিকাভুক্ত শীর্ষ মাদক কাররবারি মোরশেদকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোরশেদ মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকার জয়নাল মিয়ার ছেলে ও সাংবাদিক আলামিনের বড় ভাই।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাদক কারবারি মোরশেদ উপজেলা বানিয়াদীসহ আশে পাশের এলাকায় ফেন্সিডিল ও ইয়াবা বিক্রি করে আসছিল। এমনকি তার বিক্রির একটি ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিল ২০ পিস ইয়াবাসহ রূপগঞ্জের শীর্ষ মাদককারবারি মোরশেদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।পরে মঙ্গলবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।



