Logo
Logo
×

সারাদেশ

ধুনট-শেরপুর আসনে বিএনপির প্রার্থী গোলাম মোঃ সিরাজ, মনোনয়ন বঞ্চিত একাধিক সিনিয়র নেতা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম

ধুনট-শেরপুর আসনে বিএনপির প্রার্থী গোলাম মোঃ সিরাজ, মনোনয়ন বঞ্চিত একাধিক সিনিয়র নেতা

বগুড়ার ধুনট-শেরপুর আসনে (বগুড়া-৫) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান উপদেষ্টা সাবেক সংসদ সদস্য  গোলাম মোঃ সিরাজ। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশান কার্যালয় থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

গোলাম মোঃ সিরাজ ইতিমধ্যে পাঁচবারের সংসদ সদস্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের সংকটকালেও ধুনট-শেরপুরের জনগণের পাশে থেকেছেন। দলের নেতাকর্মীদের মতে, তিনি মাঠপর্যায়ের সংগঠনে নিবেদিতপ্রাণ এবং বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে অভিজ্ঞ নেতা।

তবে এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ, বহিষ্কৃত নেতা জানে আলম খোকা, সাবেক বাংলাদেশ ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন এবং ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আপেল মাহমুদ। তারা সবাই মনোনয়নের জন্য আবেদন করলেও শেষ পর্যন্ত দলের টিকিট পাননি।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ গোলাম মোঃ সিরাজের অভিজ্ঞতা ও জনপ্রিয়তাকে দলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, দলের দূর্দিনে নেতৃত্ব দেওয়া বহিস্কৃত নেতা জানে আলম খোকার বহিস্কারাদেশ প্রত্যাহার করে, তাকে সঙ্গে নিয়ে নির্বাচন করলে  সংগঠন আরও শক্তিশালী হতে পারত।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং কেন্দ্র থেকে সব নেতাকর্মীকে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন