Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে মাদকবিরোধী মিছিল ও পথসভা

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম

রূপগঞ্জে মাদকবিরোধী মিছিল ও পথসভা

ছবি : যুগেরচিন্তা

‘মাদকমুক্ত সমাজ চাই, নিরাপদে বাঁচতে চাই’ এই স্লোগান নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রশাসন, থানা পুলিশ ও সাংবাদিকসহ গোয়ালপাড়া এলাকাবাসীর অংশগ্রহণে মাদকবিরোধী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) দুপুরে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাভিশন ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল সিকদার, মাইটিভির সাংবাদিক মকবুল হোসেন, নাগরিক টিভি ও দৈনিক খোলাকাগজের সাংবাদিক মাহবুব আলম প্রিয়, প্রতিদিনের বাংলাদেশ ও যুগেরচিন্তার সাংবাদিক সাইফুল ইসলাম।

সাংবাদিক রিপন মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনটিভির সাংবাদিক শাকিল আহমেদ, দেশ রূপান্তরের আতাউর রহমান সানী, চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক আলম হোসেন, চ্যানেল এস এর সাংবাদিক মাহমুদুল হাসান নয়ন, মাছুম মিয়া, স্থানীয় বাসিন্দা রেজাউল করিম খোকন, মেহেদী হাসান রকি, পূর্বাচল প্রিক্যাডেট স্কুল ও গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী। 

স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্যে বলেন, পূর্বাচলের পাশে গোয়ালপাড়াসহ আশেপাশের গ্রামগুলোতে অব্যাহতভাবে মাদক কারবারি বেড়ে গেছে। তাই অবিলম্বে পুলিশ ও প্রশাসনকে কঠোরহস্তে মাদক দমন করতে হবে। অন্যথায় নিরাপত্তা পাব না।  

এ সময় প্রধান অতিথি রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘মাদক ও কিশোরগ্যাং ভয়াবহ আকার ধারণ করেছে। এসব নিয়ন্ত্রণে দরকার সামাজিক আন্দোলন। প্রশাসন ও পুলিশ চাইলেই এসব বন্ধ করতে পারবে না। যদি এলাকার জনগণ এক না হয়। যদি অভিভাবকরা সচেতন না হয়।’

সভাপতির বক্তব্যে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। মাদককারবারিদের আইনের হাতে তুলে দিচ্ছি, কিন্তু তারা জামিনে এসে ফের পুরনো ব্যবসায় জড়িয়ে যায়। এতে একটি মহলের শেল্টার থাকে। যদিও পুলিশের কঠোরতার ও আন্তরিকতার অভাব নাই। তাই জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন ও সমাজ সচেতনতাই হতে পারে সমাধান।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন