Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ অন্তত ১০ শ্রমিক

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

চট্টগ্রামে শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ অন্তত ১০ শ্রমিক

আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এসএন শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শীতলপুর এলাকার এই ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সহকারী সচিব নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।'

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, 'আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, 'আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে তারা চমেকে পৌঁছেছেন।'

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন