Logo
Logo
×

সারাদেশ

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নরসিংদী সরকারি কলেজ

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নরসিংদী সরকারি কলেজ

ছবি : সংগৃহীত

নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সততা সংঘের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত দুনীর্তি বিরোধী চূড়ান্ত বির্তক প্রতিযোগিতায় নরসিংদী সরকারি কলেজ দল (বিপক্ষ দল) চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে নরসিংদী সরকারি মহিলা কলেজ দল (পক্ষ দল)। শ্রেষ্ঠ বক্তা হয়েছে পক্ষ দলের দলনেতা আদ্রিতা রহমান। বিতর্কের বিষয় ছিল, ‘দুনীর্তি দমনের রাজনৈতিক সদিচ্ছাই মুখ্য ভূমিকা পালন করে ’।

রবিবার (০২ নভেম্বর) নরসিংদী নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস মিলনায়তনে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপ-পরিচালক মো. নাজমুল হুসাইন ও জেলা শিক্ষা অফিসার এ,এস,এম আব্দুল খালেক।  মডারেটর ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।

প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক বলেন, দুনীর্তি পরিবার থেকেই শুরু হয়। পরিবারে সন্তানদের মধ্যে দুনীর্তি বিরোধী মনোভাব সৃষ্টি করতে পারলে সমাজে দুনীর্তি অধিকাংশ কমে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি অফিস আদালতে দুনীর্তি বন্ধ করতে পারলে দেশ দুনীর্তি মুক্ত  হবে। তবে সবার আগে প্রত্যেকে নিজেকে দুনীর্তি মুক্ত রাখতে পারলে দেশ থেকে দুনীর্তি মুক্ত হবে। 

জেলা প্রতিরোধ কমিটির সহ সভাপতি সহযোগী অধ্যাপক মো. তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা ও সচেতনতামূলক সভায় আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন নাজির, নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস এর প্রধান শিক্ষক মো. ইমন হোসেন, প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস ও মনজিল এ মিল্লাত। 

অনুষ্ঠানের শেষ পর্বে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী, রানার আপ দলের মধ্যে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন। এছাড়াও মাসব্যাপী রচনা প্রতিযোগিতা ও পাঠাভ্যাস প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন গ্রুপের ৩৬ জন শিক্ষার্থীর মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন