Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে দুই ভাইকে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম

নরসিংদীতে দুই ভাইকে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩

ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

রোববার (২ নভেম্বর) সকালে নিহতদের মা জোসনা বেগম বাদি হয়ে রায়পুরা থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ এই ঘটনায় অভিযুক্ত নিহতদের চাচী শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামে ২০ বছর পূর্বের পাওনা ১৭ শত টাকার প্রেক্ষিতে বাড়ির জমি দাবী করার ঘটনায় চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে হরুণ আলী ওরফে হোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০) তাদেরই চাচাতো ভাইদের দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হয়।

ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজকে আটক করে। পরবর্তীতে বাদী পক্ষের অভিযোগের প্রেক্ষিতে নিহত দুই ভাইয়ের চাচী শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে গ্রেফতার দেখানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, রায়পুরা থানায় দায়ের করা মামলায় নিহতদের চাচা আব্দুল আউয়াল, চাচাতো ভাই রিপন, শিপন, চাচী শরীফা বেগমসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং মালার অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন