Logo
Logo
×

সারাদেশ

জয়পুরহাটে টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে যাচ্ছে ধান ও আগাম ফসল

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

জয়পুরহাটে টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে যাচ্ছে ধান ও আগাম ফসল

তিনদিনের টানা বৃষ্টিতে জয়পুরহাটের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ বৃষ্টিতে কাবু হয়ে পড়েছে জেলার প্রান্তিক জনপদ। বৃষ্টির সঙ্গে প্রবল বাতাসে মাঠের আমন ধান হেলে পড়েছে, জমিতে পানি জমে নষ্ট হচ্ছে আগাম শাকসবজি ও আলুর চারা।

স্থানীয় কৃষকরা জানান, এখন ধান কাটার সময় হলেও বৃষ্টি ও বাতাসে অনেক ক্ষেতেই ধান লুটিয়ে পড়েছে। এতে আগাম ধান কাটা ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে যারা আগাম আলু বা সবজি রোপণ করেছিলেন, তাদের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জমিতে পানি জমে চারা পচে যাওয়ারও ঝুঁকি রয়েছে।

জামালগঞ্জ গ্রামের কৃষক আব্দুল আলিম বলেন, ধান কাটার সময় বৃষ্টি আসায় বড় বিপদে পড়েছি। ধানের ক্ষেত ভিজে গেছে, কাটা যাচ্ছে না। আবার আগাম কিছু আলু লাগিয়েছিলাম, সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে।

গংগাদাসপুর গ্রামের কৃষক আবু মুছা বলেন, তিনদিনের বৃষ্টিতে ধান কাটতে পারছি না। অনেক ক্ষেতের ধান পড়ে গেছে, আবার যারা কেটেছে তাদের ধান পানিতে তলিয়ে গেছে। আগাম আলু লাগানোর পরিকল্পনাও এখন পিছিয়ে গেছে।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাদিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে জেলায় ৭২ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। অসময়ের বৃষ্টিতে ধানসহ কিছু ফসলের ক্ষতি হয়েছে। কতটুকু ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে বলে তিনি জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন