Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ গ্রেফতার ৮

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

নরসিংদীতে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ গ্রেফতার ৮

ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গুলাবারুদসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১১ অধিনায়ক লে: কর্ণেল এএইচ এম সাজ্জাদ হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, সম্প্রতি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সামাজিক বিরোধ ও সংঘর্ষের প্রেক্ষিতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব-১১, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ নভেম্বর) ভোররাতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ২ টি বিদেশী পিস্তল, ৫ টি একনলা বন্দুক, ১ টি দুইনলা বন্দুক, ২ টি এলজি, ১ টি পাইপগান, ৩ টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধারসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকার ডালিম মিয়ার ছেলে মো. শফিক মিয়া (৩২), হাজী সামছুল মিয়া ছেলে মো. মোস্তফা (৩৮), মো. দুলাল মিয়া ছেলে জাহিদ হাসান (১৭), মহাজুদ্দিন ছেলে আয়নাল (৩৮), মো. জাকের হোসেন এর ছেলে মহিউদ্দিন হৃদয় (২২), আলী হোসেন ছেলে মো. বাচ্চু মিয়া (৬২), আ: সামাদ টুকু মিয়ার ছেলে কালু মিয়া (৬৯), খলিল রহমান এর ছেলে মো. বাছেদ (৪০)। গ্রেফতারকৃতদের নামে আগেই থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন