Logo
Logo
×

সারাদেশ

দেড় সহস্র রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন সম্পন্ন

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম

দেড় সহস্র রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন সম্পন্ন

ছবি : সংগৃহীত

প্রায় দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো তৃতীয় কক্সবাজার ম্যারাথন ২০২৫। 

শনিবার ভোর সাড়ে চারটায় কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এই ম্যারাথনের উদ্বোধন হয়।  

এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল— “এভরি স্টেপ ফর ওয়েলনেস অ্যান্ড দ্য ওশান” (Every Step for Wellness and the Ocean)।

ইভেন্টে চারটি বিভাগে দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। এতে ৪২.২ কি.মি. ফুল ম্যারাথন, ২১.১ কি. মি. হাফ ম্যারাথন, ১০ কি. মি..মিড রান ও ২.৫ কি. মি. কিডস রান।

দৌড় প্রতিযোগিতাটি শুরু হয় কক্সবাজার লাবণী বীচ পয়েন্ট থেকে। এরপর দৌড়বিদরা হলিডে মোড়, থানা রোড, খুরুশকুল, চৌফলদন্ডি, পোকখালী, ইসলামপুরের খান বীচ অতিক্রম করে পুনরায় লাবণী বীচে এসে দৌড় শেষ করেন।

পরে প্রতিযোগীতার নির্বাচকরা ফুল ম্যারাথন পুরুষ বিভাগে রহিম উদ্দিনকে প্রথম, হাফ ম্যারাথন পুরুষ বিভাগে মামুনকে প্রথম এবং নারী বিভাগে আফরোজ আক্তার রিক্তাকে প্রথম ঘোষণা করেন। প্রতিযোগীতার মিড রান পুরুষ বিভাগে জাকির হোসেন প্রথম এবং নারী বিভাগে বিপাশা প্রথম হয়েছেন। এছাড়া কিডস রানে ছেলে শিশুদের মধ্যে প্রথম হয়েছেন সাফিন ওমায়ির এবং মেয়ে শিশুদের মধ্যে দ্বিতীয় হয়েছেন ওয়াসিনা বিনতে আমিদ।

আয়োজক কমিটির অন্যতম সদস্য ম্যারাথনের রেস ডিরেক্টর এস এম সাদেক জানিয়েছেন, অনেক সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও আমাদের আয়োজন সম্পন্ন করেছি। আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো রান, ফিটনেস এ্যান্ড ওয়েলনেস। আমাদের মূল টার্গেট হচ্ছে কক্সবাজারের তরুণদের মানসিক এবং শারীরিক সুস্থতাকে প্রাধান্য দেয়া এবং ম্যারাথনের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বব্যাপী তুলে ধরা।

লাবণী উন্মুক্ত মঞ্চে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। 

তিনি বলেন, “কক্সবাজার ম্যারাথন শুধু দৌড় নয়, এটি অধ্যবসায় ও উদ্যমের প্রতীক। এই আয়োজন তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে এবং কক্সবাজারকে আরও এগিয়ে নেবে।”

সভাপতির বক্তব্যে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদৌজা নয়ন বলেন, “আয়োজনটি চমৎকারভাবে সম্পন্ন হয়েছে এবং এটি কক্সবাজারের তরুণদের নিজস্ব উদ্যোগে আয়োজন হওয়াটা গর্বের বিষয়। পর্যটন শিল্পের প্রসারে এমন আয়োজন বড় ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিব, নারী ফুটবলার শাহেদা আক্তার রিপা, ছুটি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মোহাম্মদ আলফী এবং আকিজ বাইসাইকেলের প্রতিনিধি মোশাররফ হোসাইন সহ অনেকে।

বর্ণাঢ্য এই আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আকিজ বাইসাইকেল, আর পাওয়ার্ড বাই হিসেবে সহযোগিতা করছে ছুটি বীচ রিসোর্ট।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন