Logo
Logo
×

সারাদেশ

ভোলায় বিএনপি-বিজেপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ২০

Icon

ভোলা প্রতিনিধি :

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

ভোলায় বিএনপি-বিজেপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ২০

ছবি : সংগৃহীত

ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বিজেপির নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিজেপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর গরুর গাড়ি মার্কার নির্বাচনি প্রচারণা শুরু করেন। কার্যালয়ের সামনে এক সভার আয়োজন করে তারা এ প্রচারণা শুরু করেন। একপর্যায়ে সাড়ে ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বিজেপি নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত বিএনপি, বিজেপি এবং পুলিশের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন