Logo
Logo
×

সারাদেশ

আট দফা দাবিতে সিলেটে রেলপথ অবরোধ, যাত্রীদের চরম দুর্ভোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০২:১২ পিএম

আট দফা দাবিতে সিলেটে রেলপথ অবরোধ, যাত্রীদের চরম দুর্ভোগ

ছবি : সংগৃহীত

সিলেট বিভাগের রেলপথ সংস্কার ও উন্নয়নসহ আট দফা দাবিতে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে অবরোধ কর্মসূচি। আন্দোলনকারীরা বিভিন্ন রেলস্টেশনে অবস্থান নেওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে, বিশেষ করে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে রেললাইনে অবস্থান করায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

তবে সিলেট রেলস্টেশনে অবরোধের তেমন প্রভাব পড়েনি। সকাল ৬টা ১৫ মিনিটে কালনী এক্সপ্রেস যথাসময়ে ছেড়ে গেছে। চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেন স্টেশনে দেরিতে পৌঁছায়, ফলে দুপুর ১২টায় যাত্রা শুরু করে। জয়ন্তিকা ট্রেনও কিছুটা দেরিতে ছাড়বে বলে জানা গেছে।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের রেলসেবা অবহেলিত। জরাজীর্ণ রেললাইন, নিয়মিত শিডিউল বিপর্যয় এবং প্রশাসনের উদাসীনতায় তারা বাধ্য হয়ে অবরোধ কর্মসূচি গ্রহণ করেছেন।

তাদের আট দফা দাবির মধ্যে রয়েছে:

- সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু

- আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন নির্মাণ

- অন্তত একটি লোকাল ট্রেন চালু ও বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু

- কুলাউড়া জংশনে আসন সংখ্যা বৃদ্ধি

- আন্তঃনগর কালনী ও পারাবত ট্রেনের যাত্রাবিরতি প্রত্যাহার

- ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার

- যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি সংযোজন

ঢাকাগামী যাত্রী মোহাম্মদ রাসেল আহমেদ বলেন, “আমার ১২টার ট্রেনে যাওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকে সব বন্ধ। কেউ বলতে পারছে না কখন ছাড়বে।” আরেক যাত্রী সুলতানা পারভীন বলেন, “প্রতিবারই দেখি এই রেলপথে সমস্যা। এবার অবরোধে দুর্ভোগ আরও বেড়েছে।”

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।

সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম জানান, অবরোধের প্রভাব স্টেশনে তেমন পড়েনি, তবে অন্যান্য স্টেশনে ট্রেন আটকে গেলে শিডিউলে বিপর্যয় ঘটতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন