Logo
Logo
×

সারাদেশ

আজ থেকে খুলছে সেন্ট মার্টিন, রাতযাপনে নিষেধাজ্ঞা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১১:৩৫ এএম

আজ থেকে খুলছে সেন্ট মার্টিন, রাতযাপনে নিষেধাজ্ঞা

আজ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। তবে রাতযাপনের অনুমতি না থাকায় এবার ভ্রমণপিপাসুদের আগ্রহে ভাটা পড়েছে। যাত্রীসংকটে জাহাজমালিকরাও পড়েছেন বিপাকে, ফলে তারা নভেম্বর মাসে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

বঙ্গোপসাগরের বুকে অবস্থিত এই প্রবালদ্বীপে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস নির্দিষ্ট শর্তে পর্যটক প্রবেশের অনুমতি দিয়েছে সরকার। তবে নভেম্বর মাসে শুধুমাত্র দিনে গিয়ে দিনে ফেরার নিয়ম কার্যকর থাকায় অনেক পর্যটকই তাদের ভ্রমণ পরিকল্পনা বাতিল করছেন।

পর্যটকরা বলছেন, সেন্ট মার্টিন এমন এক দ্বীপ, যেখানে গিয়ে অবসর সময় কাটাতে হয়। দিনে গিয়ে দিনে ফেরার নিয়মে ভ্রমণটা সময়সাপেক্ষ ও ক্লান্তিকর হয়ে যায়। ফলে প্রস্তুতি নিয়েও জাহাজমালিকরা নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট, যেখান থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার কথা ছিল, এখন প্রায় জনশূন্য। একটি টাগশিপ ছাড়া সেখানে কোনো জাহাজ বা নিরাপত্তা প্রস্তুতি নেই।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, দিনে গিয়ে দিনে ফেরার সিদ্ধান্ত পর্যটনশিল্পের সঙ্গে জড়িত সবার জন্যই এক ধরনের তামাশা। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস রাতযাপনের অনুমতি থাকলেও ফেব্রুয়ারি থেকে আবার নয় মাসের জন্য পর্যটক যাতায়াত বন্ধ থাকবে।

দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ১২টি কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে— প্লাস্টিক বহন নিষিদ্ধ, রাতে আলো বা শব্দ সৃষ্টি না করা এবং প্রবাল বা সামুদ্রিক প্রাণী সংগ্রহে নিষেধাজ্ঞা।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, নভেম্বরে পর্যটকরা দিনে গিয়ে দিনে ফিরে আসবেন, এবং এবার অনলাইনে টিকিট সংগ্রহ বাধ্যতামূলক।

ফলে নভেম্বরে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে পর্যটন মৌসুমের সূচনা কিছুটা ম্লান হলেও, ডিসেম্বর থেকে আবারও জমে উঠবে পর্যটকদের পদচারণায় দেশের একমাত্র প্রবালদ্বীপ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন