Logo
Logo
×

সারাদেশ

আল্লাহর সঙ্গে সম্পর্ক ছাড়া আমাদের জীবন অনর্থক: আল্লামা খলীল আহমদ কাসেমী

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১০:১২ পিএম

আল্লাহর সঙ্গে সম্পর্ক ছাড়া আমাদের জীবন অনর্থক: আল্লামা খলীল আহমদ কাসেমী

আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করছেন। আমাদের জীবনযাপনের সবকিছুর ব্যবস্থা করেছেন৷ তাই আমাদের সবার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। অন্যথায় আমাদের এতো কার্যক্রম, আমাদের পুরো জীবনটাই অনর্থক হয়ে যাবে।

এর পাশাপাশি আমাদের অহংকার দূর করতে হবে। আমাদের অহংকার সহজে মন থেকে বের হয় না। তাই আল্লাহওয়ালাদের সান্নিধ্যে গিয়ে আত্মিক উন্নয়নের জন্য সাধনা করতে হবে। আধ্যাত্মিক পরিবর্তন ছাড়া জীবন পরিবর্তন সম্ভব নয়।

বৃহত্তর চট্রলার ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন  আল-আমিন সংস্থার  ৩দিনব্যাপী ২১ তম তাফসীর মাহফিলের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক এসব কথা বলেন।

মাওলানা রিজওয়ান আরমান ও মাওলানা আইয়ুব জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় শুরু হওয়া তাফসীর মাহফিল কুরআন তেলাওয়াত করেন, প্রখ্যাত কারী, সাঈদুল ইসলাম আসাদ। মাহফিলে অধিবেশনভিত্তিক ধারাবাহিক সভাপতিত্ব করেন, মুফতী কেফায়েতুল্লাহ, মাওলানা ওসমান ফয়েজী, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী ও মাওলানা মাওলানা মুঈন উদ্দীন।

বক্তারা আরও বলেন, পবিত্র কুরআন আমাদের জীবন বিধান। মহানবী সা. আমাদের পথপ্রদর্শক। আর সাহাবীগণ আমাদের পথচলার অনুকরণীয় জীবনাদর্শ। আমাদের উচিৎ ইসলামী আকীদা-বিশ্বাস নিয়ে গভীর জ্ঞান অর্জন করা। কারণ আকীদা-বিশ্বাসের জ্ঞান ছাড়া প্রকৃত মুসলিম হওয়া যায় না৷ কারণ ইসলামী বিশ্বাসের সঙ্গে সেকুলারিজম-কমিউনিজমের কোন সম্পর্ক নেই। ইসলামী একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। এ বিধানের মধ্যেই কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান নিহিত  আছে।

সমাপনী দিবসে আরও তাফসীর পেশ করেন,

আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা আবদুল বাসেত খান, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, ড. মাওলানা নুরুল আবছার আজহারী, মুফতী সিরাজুল্লাহ মাদানী, মুফতি সোলাইমান ও মাওলানা এরফান শাহ প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন