Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পিএম

রূপগঞ্জে বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ছবি : রূপগঞ্জে বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল

"এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি" এই স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার হাটাব চাঁদের টেক এলাকার সামাজিক সংগঠন বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এ মাদক বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি প্রথমে হান্ডিমার্কেট থেকে শুরু হয়ে বাড়ৈপাড়, চাঁদের টেক, আতলাশপুর, হাটাব বাজার সহ আশপাশের বিভিন্ন পাড়া মহল্লা প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধী। একজন মাদকাসক্ত পরিবারের জন্য হুমকি, সমাজের জন্য হুমকী। তাই ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে মাদক বিরোধী নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকলের প্রচেষ্টায় যে কোন মূল্যে হাটাব চাঁদের টেক ও তার আশপাশ থেকে মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের উৎখাত করা হবে। 

এতে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক ওমর ফারুক, সদস্য রাজু জুয়েল, বদরুজ্জামান বদরুল, মাহবুবুর রহমান (শাকিল), ওবায়দুল হক জুয়েল, জাকারিয়া রোমান, সিয়াম মোল্লা, ফরিদুল ইসলাম, রাছেল মিয়া, ইব্রাহিম মিয়া, নাদিম সিকদার, রুহুল মিয়া, মিনহাজুল হক মুমিত, রবিউল ইসলাম, ওয়াহিদুর রহমান শাহেদ, শাহ আলম মিয়া প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন