Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি মেডিসিন প্রদান

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৫:১০ পিএম

হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি মেডিসিন প্রদান

ছবি : হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি মেডিসিন প্রদান

হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা,খৎনা সেবা ও ফ্রি মেডিসিন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩১ অক্টোবর সকাল ৯টা থেকে দিনব্যাপী জনকল্যাণমুখী ও স্বেচ্ছাসেবী সংগঠন হাটহাজারী উপজেলার মির্জাপুরে আদর্শ সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ নুরুচ্ছাফা।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিনামূল্য চিকিৎসা সেবা ও খৎনা ক্যাম্পের আহ্বায়ক এডভোকেট আবুল কাশেম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসাপাতালে প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসাইন, প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসলাম মোরশেদ।

সংগঠনের সদস্য সচিব ব্যাংকার মো: জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, লে. কর্নেল দিদারুল আলম (পিএসসি) অব, অধ্যাপক আবদুল মালেক চৌধুরী, সংগঠনের সিনিয়র সদস্য ব্যাংকার আ.ন.ম নাছির উদ্দীন, যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, মোহাম্মদ উল্লাহ বাবলু, প্রধান শিক্ষক আতিকুর রহমান, অধ্যাপক শেখ আহম্মদ, নূর নবী, আবুল কালাম মানিক, দেলোয়ার হোসাইন, ডা. শাহ আলম, নূর খালেক শহীদ, আবছার মুহাম্মদ, আবু রাহেল ফয়সল, লায়ন আনোয়ার হোসেন উজ্জল, শাহিনুল হক শাহেদ, নাজিম উদ্দিন।####৳

এসময় উপস্থিত ছিলেন দৌতল, মুহাম্মদ আলী, শাহাদত সুমন, সালাউদ্দিন, বাবর, রবি, মফিজ, তানভীর, তৌহিদ, মিশকাতসহ সংগঠনটির নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাছাড়া খৎনা ক্যাম্প পরিচালনা করেন ডা: মো: হাফিজুর রহমান, জেনারেল চিকিৎসা বিভাগের পরিচালনা করেন ডা: সাজেদ মনোওয়ার সাইমুম।

এদিকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকল রোগের চিকিৎসা সেবার পাশাপাশি খৎনা,নাক কান ফোঁড়ানো, ডায়াবেটিস পরিক্ষা, রক্তের গ্রুপ নির্নয়,গাইনি, মেডিসিন, শিশু রোগসহ বিভিন্ন প্রায় পনের শতাধিক সেবা গ্রহীতদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন