Logo
Logo
×

সারাদেশ

আশুগঞ্জ সার কারখানায় পুনরায় গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পিএম

আশুগঞ্জ সার কারখানায় পুনরায় গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ পুনরায় চালু ও উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারীরা। বুধবার (২৯ অক্টোবর) সকালে কারখানার সামনে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. বজলুর রশিদ। বক্তব্য দেন সার কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক সাদী মো. তানভীর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আশুগঞ্জ সার কারখানার উৎপাদিত ইউরিয়া দেশের অন্যতম সেরা মানের। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্য করতে গ্যাস সরবরাহ বন্ধ রেখে কারখানাটিকে ইচ্ছাকৃতভাবে অলাভজনক করে তুলেছে।

গত ১ মার্চ থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এর ফলে প্রতিদিন ১ হাজার ১০০ টনের বেশি ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত গ্যাস সরবরাহ পুনরায় চালু না হলে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশ শেষে কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন