Logo
Logo
×

সারাদেশ

চাচার শালিকার সঙ্গে ভাতিজার প্রেম : বিয়ের দাবিতে অনশন

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৫:২০ পিএম

চাচার শালিকার সঙ্গে ভাতিজার প্রেম : বিয়ের দাবিতে অনশন

ছবি-যুগের চিন্তা

বিয়ের দাবিতে চাচার শালিকা দুই দিন ধরে ভাতিজার বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন। প্রেমিকা মুন্নি আক্তার (১৮) বাড়িতে আসার খবর পেয়ে পালিয়ে গেছেন প্রেমিক সোহান হোসেন (২০)।

গত ২৭ অক্টোবর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বোয়ালীয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

ওই নারী প্রেমিক সোহান হোসেনের চাচার আপন শালিকা। সোহান হোসেন বোয়ালীয়া গ্রামের জাব্বার সরকারের ছেলে।

স্থানীয়রা বলছেন, ভাতিজা ও খালার মধ্যে প্রেমের সম্পর্ক আগে থেকেই চলে আসছে। উভয়ের বাড়ি একই এলাকায় হওয়ার সুবিধা কাজে লাগিয়ে তারা অনায়াসে যাতায়াত করত। এর আগেও জাব্বার সরকারের বাড়িতে বিয়ের দাবি তুলেছিলেন ওই নারী। বলে কয়ে তাকে ফেরত পাঠানো হয়েছিল। এবার বিয়ের দাবিতে অনশন শুরু করলে প্রেমিক পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা বলছেন , সোহানের বাড়ির সামনে উৎসুক নারী-পুরুষেরা ভিড় জমেছে। গণমাধ্যমকর্মীরা পৌঁছলে জাব্বার সরকারের পরিবারের লোকেরা কথা বলতে রাজি হোননি। অনশনরত ওই নারী এখনো বাড়িতে অবস্থান করছেন, কিন্তু কাউকে বাড়িতে প্রবেশ বা কথা বলা নিষিদ্ধ করেছেন সোহানের বাবা।

স্থানীয় লোকজন জানান, জাব্বার সরকারের বাড়িতে গত রাত থেকে তার ছেলের কথিত প্রেমিকা অনশন শুরু করেন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী সোহান হোসেনের এমন অসামাজিক কর্মকান্ড দেখে পরিবারের যাতায়াতের পথও বন্ধ করে দিয়েছেন । কিন্তু উৎসুক জনতা সেসব উপেক্ষা করে সেখানে ভিড় জমাচ্ছেন।

নাম প্রকাশে ইচ্ছুক এক ইউপি সদস্য জানান,মহিলার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তাদের সম্পর্ক প্রায় দেড় মাস ধরে। গত সোমবার রাত থেকে সে জব্বারের বাড়িতে অবস্থান করছেন, কিন্তু ছেলেটি পালিয়ে গেছেন।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, আমি এখনো বিষয়টি জানি না। কেউ আমাকে অবহিত করেননি। তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন