Logo
Logo
×

সারাদেশ

বিজিবি’র অভিযানে ৫১ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পিএম

বিজিবি’র অভিযানে ৫১ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ

ছবি : সংগৃহীত

গত ৬ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন। এসময় আটক করা হয়েছে ৯৫ জনকে।

সর্বশেষ মঙ্গলবার ভোররাতে বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুমধুম ইউনিয়নের পশ্চিম দরগাহ বিল এলাকা থেকে ৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি জানান, বিগত ৬ মাসে বিভিন্ন অভিযান পরিচালনা করে ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্যসহ সর্বমোট ৪০ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৩১০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়াও ১০ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ৮২১ টাকা মূল্যের অন্তমূর্খী-বহির্মূখী বিভিন্ন প্রকার সিগারেট, গরু, বাংলাদেশী সার সিমেন্ট, প্রসাধনী, ঔষধ সামগ্রী, জ্বালানী তেল, হার্ডওয়্যার মালামাল ও রশদ সামগ্রীসহ চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক সীমান্তে জনসচেতনতা ও মতবিনিময় সভার মাধ্যমে অবৈধ সীমান্ত পারাপার/মাইন বিস্ফোরণ প্রতিরোধ, মাদক ও ইয়াবা পাচার প্রতিরোধসহ সীমান্ত এলাকার জনগণের যে কোন সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন