Logo
Logo
×

সারাদেশ

ত্রিশাল-কুরুয়াগাছা সড়ক যেন খাল, জনদুর্ভোগ চরমে

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পিএম

ত্রিশাল-কুরুয়াগাছা সড়ক যেন খাল, জনদুর্ভোগ চরমে

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ত্রিশাল–কুরুয়াগাছা সংযোগ সড়কটি এখন কার্যত অচল হয়ে পড়েছে। প্রায় দুই কিলোমিটারজুড়ে ভাঙা রাস্তাজুড়ে তৈরি হয়েছে হাঁটুসমান গর্ত আর জলাবদ্ধতা। দূর থেকে তাকালে মনে হয়, এটি যেন কোনো রাস্তা নয়—একটি কাদায় ভরা খাল।

প্রতিদিন এই সড়ক দিয়ে বাদামিয়া, কুরুয়াগাছা ও দুর্গাপুর গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভারী মালবাহী ট্রাক চলাচলের কারণে জায়গায় জায়গায় দেবে গিয়ে তৈরি হয়েছে গভীর খাদ। বড় চাকার লরি ছাড়া অন্য কোনো যানবাহন এখন আর চলাচল করতে পারে না। ফলে ছোট যানবাহনের চালক ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়দের আশঙ্কা—দ্রুত সংস্কার না হলে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে এবং এলাকার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, একটি অটোরিকশা খাদে পড়ে গেলে স্থানীয় লোকজন মিলে সেটি টেনে তোলার চেষ্টা করছেন। একই সময়ে এক অসুস্থ নারীকে কয়েকজন গ্রামবাসী মিলে কাদাপানির ভেতর দিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন।

অটোরিকশাচালক খায়রুল ইসলাম বলেন, ‘আগে জানলে এই রাস্তায় কখনো আসতাম না। গাড়িটা খাদে পড়ে নষ্ট হয়ে গেছে। এলাকার মানুষ সাহায্য না করলে পার হতাম না। সরকারের কাছে অনুরোধ, দ্রুত রাস্তা মেরামত করা হোক।’

স্কুলছাত্রী সুমাইয়া আক্তার জানায়, ‘রাস্তাটা এত খারাপ যে স্কুলে যাওয়া এখন ভয় লাগে। বৃষ্টির সময় কাদায় পা ডুবে যায়, অনেক সময় পড়ে যাই। এতে ক্লাস মিস হয়। সরকারের কাছে অনুরোধ, রাস্তাটা যেন দ্রুত পাকা করা হয়।’

মঠবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক আবুল কালাম মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘রাস্তার বেহাল অবস্থা সম্পর্কে আমরা জানি। আংশিক সংস্কারের জন্য ইতিমধ্যে একটি প্রকল্প পাঠানো হয়েছে। শিগগির কাজ শুরু হবে। বাকি অংশও এই অর্থবছরের মধ্যে অনুমোদন এনে শেষ করার চেষ্টা চলছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারি বলেন, ‘স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন