Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে ব্যানার সরানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদলকর্মী নিহত

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১১:১৬ এএম

চট্টগ্রামে ব্যানার সরানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদলকর্মী নিহত

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় মেয়রের ছবিযুক্ত ব্যানার সরানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. সাজ্জাদ (২৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন, যাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত ব্যানার সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির জেরে ধাওয়া–পাল্টাধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং বেশ কয়েকজন আহত হন।

একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য ও মাদক ব্যবসা-সংক্রান্ত বিরোধ চলছিল। ব্যানার টানানো নিয়ে সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতিকে আরও ঘনীভূত করে। সোমবার রাতে ব্যানার সরানোকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শী মিনহাজুল ইসলাম বলেন, হঠাৎ গুলির শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়ি। পরে দেখি কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে।

চমেক হাসপাতালে ছাত্রদলের নেতা পরিচয় দিয়ে জিএম সালাউদ্দিন আসাদ বলেন, যুবলীগের সন্ত্রাসীরা যুবদলের পরিচয়ে অপকর্ম করছে। মেয়রের ছবি লাগানো ব্যানার খুলতে গেলে আমাদের ছেলেদের ওপর হামলা হয়। পরে ভবনের ছাদ থেকে গুলি চালানো হয়, এতে সাজ্জাদ মারা যায়।

চট্টগ্রাম মহানগর যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল বাদশা দাবি করেন, হামলাকারীরা বিএনপির কেউ নয়, আগে যুবলীগ করত। তারা গুলি চালানোর আগে বিদ্যুৎ সংযোগ কেটে দেয় এবং ৫ আগস্টের পর থেকে যুবদলের নাম ব্যবহার করে নানা অপকর্ম করছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির আঘাত ছিল। গুলিবিদ্ধসহ আরও আটজনকে ভর্তি করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন