Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ একাত্তরকে নিজেদের ব্যবসায়িক ইন্ডাস্ট্রিতে পরিণত করেছিল : জাহিদুল ইসলাম

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৮:১৩ পিএম

আ.লীগ একাত্তরকে নিজেদের ব্যবসায়িক ইন্ডাস্ট্রিতে পরিণত করেছিল : জাহিদুল ইসলাম

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ১৯৭১ সালে আমাদের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। একাত্তরের পর প্রত্যাশা ছিল পাকিস্তান যে বৈষম্য করেছিল, তা থেকে মুক্তি পাবো এবং বাংলাদেশ সমৃদ্ধ হবে। কিন্তু পাকিস্তানকে সরিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছিল, তারা পাকিস্তানের চেয়েও বেশি স্বৈরাচার হয়ে উঠেছিল। আওয়ামী লীগে একাত্তরকে নিজেদের ব্যবসায়িক ইন্ডাস্ট্রিতে পরিণত করেছিল। তবে ২৪-এর গণঅভ্যুত্থানের পর আর কেউ স্বৈরাচার হবে না বলে আমার বিশ্বাস।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ডিপার্টমেন্ট প্লেসধারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের প্রধান দুটি দাবি ছিল- জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার। সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুরোপুরি সংস্কার হয়েছে বলে আমার মনে হয় না। তবে সংস্কার এবং নির্বাচনের জন্য আরও ভালো পরিবেশ প্রয়োজন।

নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন কি না, এমন প্রশ্নে শিবির সভাপতি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা যায়, ক্ষমতায় যারা এসেছে তারা ফ্যাসিবাদীভাবে দেশ পরিচালনা করেছেন। তাই জুলাই সনদের আইনি ভিত্তি থাকা উচিত। আইনিভিত্তি ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত থাকবে। যেহেতু জুলাই সনদ নিয়ে সংস্কার কমিশন ও ঐক্যমত কমিশনের দীর্ঘ আলোচনা হয়েছে, তাই সেগুলো যেন ব্যর্থ না হয়।

আগামী নির্বাচনে ছাত্রশিবির প্রশাসনকে সহযোগিতা করবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, প্রশাসন যদি আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে সহযোগিতা চায়, আমরা তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব।

তিনি আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সবচেয়ে জোর দাবি তুলেছিল ছাত্রশিবির। সাধারণ শিক্ষার্থীরাও চেয়েছিল, অতীতের ফ্যাসিবাদী রাজনীতি শেষ করে সুষ্ঠু ধারার রাজনীতি চালু হোক। সেই দাবির ভিত্তিতে আমি বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দেখেছি। প্রাথমিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসন নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিয়েছে। আশা করি প্রশাসন দ্রুতই তারিখ ও ইস্তেহার ঘোষণা করবে এবং ধাপে ধাপে দেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হবে।

ইসলামী ছাত্রশিবিরের কারমাইকেল কলেজ শাখা সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবার রহমান বেলাল, মহানগর শিবিরের সভাপতি নুরুল হুদা ও অন্যান্যরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন