পিআর সহ ৫দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে শহরের শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মো. আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৫ দফা দাবি গুলো হলো- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রমজান আলী বলেন, বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় দায়িত্বশীল নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায়। জুলাই জাতীয় সনদ সেই পরিবর্তনের রূপরেখা। তাই জনগণের মতামতের ভিত্তিতে নভেম্বরে গণভোটের আয়োজন ও সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছি। এ দাবিই আজ সময়ের দাবি।
আমীর অধ্যাপক রমজান আলী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।



