ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৬:১৬ পিএম
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা। তবে আন্দোলনের সময় যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপ ও হামলার ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশনে এ কর্মসূচি চলে। আন্দোলনকারীরা নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন লাল নিশান টানিয়ে থামিয়ে দেন এবং “জেলা জেলা জেলা চাই, ভৈরব জেলা চাই”, “ওয়ান টু থ্রি ফোর, কিশোরগঞ্জ নো মোর” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
ট্রেনটি প্রায় আড়াই ঘণ্টা আটকে থাকায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ে পুলিশ ট্রেন ছাড়ানোর চেষ্টা করলে আন্দোলনকারীরা বৃষ্টির মতো পাথর ছুড়তে শুরু করেন। এতে ট্রেনের যাত্রীসহ অনেকেই আহত হন।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহম্মেদ জানান, “অবরোধকারীরা ট্রেন থামিয়ে কর্মসূচি পালন করছিলেন। ট্রেন ছাড়ানোর সময় তারা পাথর ছুড়তে থাকেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
এর আগে রোববার থেকে তিন দিনের কর্মসূচি শুরু করে স্থানীয় বাসিন্দারা। কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার সকালে ভৈরব রেলস্টেশনে লাল কাপড় হাতে জড়ো হয়ে তারা জেলা ঘোষণার দাবিতে আন্দোলনে অংশ নেন।



