জামালপুরে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
জামালপুরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও চারজন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর অর্থনৈতিক অঞ্চলের (ইপিজেড) মূল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে টাঙ্গাইলগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত সাতজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে আরও দুজন মারা যান। হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে গেলেও দিগপাইত মোড়ে স্থানীয়রা সেটি আটক করে। তবে নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, ‘দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত ও নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।’



