আড়াই কেজির ইলিশ বিক্রি ৯ হাজার ৫শ টাকায়
লক্ষ্মীপুর প্রতিনিধি :
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম
ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বিশাল ইলিশ।
রোববার (২৬ অক্টোবর) সকালে মাছটি নিলামে ৯ হাজার ৫শ টাকায় বিক্রি হয়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির ব্যাপারী সর্বোচ্চ দর হাঁকিয়ে মাছটি কিনে নেন।
জানা গেছে, ভোলার জেলে সাদ্দাম ১৫ জন সঙ্গী নিয়ে তিনদিন আগে সাগরে মাছ ধরতে যান। শনিবার (২৫ অক্টোবর) রাতে জাল ফেললে অন্যান্য ইলিশের সঙ্গে এই বড় ইলিশটিও ধরা পড়ে।
পরে মাছটি মতিরহাট আড়তে এনে নিলামে তোলা হয়। নদীতে ইলিশের ঘাটতি থাকায় মাছটির দাম চড়া ওঠে বলে জানান আড়তদাররা।
আড়তদার বাবুল জানান, জেলে সাদ্দাম মাঝি তার আড়তে বেশ কয়েকটি মাছসহ এই বড় ইলিশটি নিয়ে আসেন। নিলামে মাছটির দাম ওঠে ৯,২০০ টাকা, যা ঘাটে এ পর্যন্ত সর্বোচ্চ দামে ইলিশ বিক্রির রেকর্ড। তিনি বলেন, এতো বড় আকারের ইলিশ সচরাচর ধরা পড়ে না।
মাছটির ক্রেতা আমির ব্যাপারী বলেন, বড় ইলিশের ঢাকায় প্রচুর চাহিদা। আশা করছি, এই ইলিশ অন্তত ১১-১২ হাজার টাকায় বিক্রি করতে পারব।



