ছবি-সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামে একই সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন নারগিস খাতুন (২৮) নামে এক গৃহবধূ।
গত ১ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নরমাল ডেলিভারি ও সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় তিন নবজাতক । তাদের নামও রাখা হয়েছে উমাইয়া ইয়াসমিন সিফা, উবাইদা ইয়াসমিন সাফা এবং অপরজন আলী হাসান উসামা।
বর্তমানে মা ও সন্তানরা সুস্থ রয়েছে। ঘটনাটি জানাজানি হলে বুধবার (২৭ আগস্ট) দুপুরে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন নবজাতক ও প্রসূতি মাকে দেখতে তাদের বাড়িতে যান। এ সময় তিনি নবজাতকদের জন্য শিশু খাদ্য এবং প্রসূতি মায়ের জন্য একটি সেলাই মেশিন উপহার প্রদান করেন। উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন ও রায়পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলামসহ স্থানীয়রা সেখানে উপস্থিত ছিলেন।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বিষয়টি জানার পর নবজাতক ও প্রসূতি মাকে আর্থিক সক্ষমতা বিবেচনায় নবজাতকদের জন্য শিশু খাদ্য ও প্রসূতি মায়ের জন্য একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।
পরবর্তীতে যে কোন ধরণের সহায়তার প্রয়োজন হলে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।



