বগুড়ায় মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ
বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম
বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় মাদক কারবার ও এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে দায়ের করা মামলায় ২৭জনের নাম উল্লেখ করে দুই শতাধিককে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির।
এর আগে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল আড়াইটা থেকে ৪টার মধ্যে সান্ধার পট্টি ও নারুলী এলাকার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় অন্তত তিনজন গুরুতর আহত হন এবং প্রায় ৩০টি বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।
এদিকে, শুক্রবার সকাল থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। দুপুরে আবারও হামলার ঘোষণা মাইকে ছড়িয়ে পড়লে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত এলাকায় শক্ত অবস্থান নেয়। পরে বগুড়া জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর মাইকে ঘোষণা দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কেউ যেন গুজবে কান না দেয় এজন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে মামলা নেওয়া হয়েছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।



